ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
পিরোজপুরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

পিরোজপুর: পিরোজপুরে একটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড তাজা গুলিসহ পলাশ সিকদার (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।  

শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পশ্চিত চালিতাবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ওই যুবক একই এলাকার আফজাল শিকদারের ছেলে।  

জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. জাকারিয়া হোসেন জানান, কিছু অস্ত্র ব্যবসায়ী পলাশ শিকদারের বাড়ির সামনের একটি সুপারি বাগানে অস্ত্র বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ারের হোসেনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও পুলিশ পলাশকে গ্রেফতার করে। তখন তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতার ওই যুবক একজন নিয়মিত অস্ত্র ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।