ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বান্দরবানে পর্যটকবাহী জিপে সন্ত্রাসী হামলা, আহত ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
বান্দরবানে পর্যটকবাহী জিপে সন্ত্রাসী হামলা, আহত ২  ফাইল ফটো

বান্দরবান: বান্দরবানে পর্যটকবাহী জিপে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবানের কুহালং ইউনিয়নের জাহাঙ্গীরবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাংঙ্গামাটি জেলার রাজস্থলী থেকে ১৬ জনের একটি পর্যটকবাহী দল জিপ গাড়ি নিয়ে বান্দরবানের রুমা উপজেলার বগালেক ঘুরতে যায়। সারাদিন বগালেক এলাকায় ঘুরে বিকেলে তারা বান্দরবান সদর হয়ে রাজস্থলী ফিরছিল। বিকেল ৫টায় জিপটি জাহাঙ্গীরবাগ এলাকায় পৌঁছালে পাহাড়ে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের গাড়ি লক্ষ্য করে গুলি করে। তখন সন্ত্রাসীদের গুলিতে কেউ আহত না হলেও চাকায় গুলি লেগে গাড়িটি খাদে পড়ে যায়। এতে গাড়ির ২ জন যাত্রী আহত হন। তাদের রাজস্থলী নিয়ে যাওয়া হয়েছে।    

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে জানান, ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সন্ত্রাসীদের কোনো একটি দল এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার পর এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।