ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

শিশুর কান্না শুনে মিলল মায়ের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
শিশুর কান্না শুনে মিলল মায়ের মরদেহ প্রতীকী ছবি।

ময়মনসিংহ: নির্জন হাওর এলাকা থেকে ভেসে আসছিল এক শিশুর কান্নার আওয়াজ। সেই আওয়াজের উৎস খুঁজতে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা।

এরপর দেখতে পান, এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ। আর মরদেহের পাশে বসে কাঁদছে তারই তিন বছর বয়সী কোলের শিশু ফাতেমা।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম ইয়াসমিন (৩০)। তিনি ওই এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী।  

পুলিশ ও স্থানীয়রা জানান, ইয়াসমিন কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর এলাকার মো. সিরাজের মেয়ে। প্রায় দশ বছর আগে সাদ্দামের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, বিয়ের পর থেকে ইয়াসমিন-সাদ্দামের সংসারে দাম্পত্য কলহ চলে আসছিল। এ নিয়ে মামলাও হয়েছে। দু’দিন আগে দুই পরিবারের মধ্যে সমঝোতায় ইয়াসমিন স্বামীর বাড়িতে ফিরে যান। আর এরপরেই হৃদয় বিদারক এ ঘটনার স্বাক্ষী হলেন তারা।  

খবর পেয়ে নান্দাইল মডেল থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াসমিনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, এই হত্যাকাণ্ডের সঙ্গে ইয়াসমিনের স্বামী সাদ্দাম ও শ্বশুর বাড়ির লোকজন জড়িত থাকতে পারে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বাংলানিউজকে বলেন, পুলিশ নিহত ইয়াসমিনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।