ঢাকা: রাজধানীর আগারগাঁও তালতলার একটি ভবনের ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে আরিফুল ইসলাম শান্ত (২৩) নামের এক যুবক মারা গেছে। সে মেট্রোরেলের কর্মচারী ছিল।
শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে।
শান্তর সহকর্মী আরিফুল ইসলাম জানায়, তারা আগারগাঁও মেট্রোরেলে কাজ করে। আগারগাঁও তালতলা একটি বাসার ছয় তলায় শান্ত সহ কয়েকজন মিলে থাকে। সকাল ১০টার দিকে শান্ত বাহিরে বের হয়। রুমের সবাই মনে করেছে কাজে জন্য শান্ত বাহিরে গিয়েছে।
আরিফুল আরও জানায়, বিকালে শাহিন নামের আরেক সহকর্মী ফোনে জানায়, শান্ত ছাদ থেকে পড়ে গেছে। তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। পরে পঙ্গু হাসপাতালে তাকে দেখতে পাই। সেখান থেকে শান্তকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
আরিফুল আরো জানায়, বাড়ির দারোয়ানের কাছ থেকে জানতে পারি শান্ত মোবাইলে কথা বলতে বলতে ছাদ যায়। কিন্তু কিভাবে সে ছাদ থেকে পরে গিয়েছে সে ব্যাপারে কিছুই জানিনা।
শান্তর ফুফাতো ভাই তাওহিদুল ইসলাম জানায়, শুনেছি শান্ত ছাদ থেকে পড়ে মারা গেছে। তবে বিস্তারিত কিছুই জানিনা। তাদের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার শংকরপাশা গ্রামে। বাবার নাম মো. আবু সালেক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এজেডএস/এনএইচআর