গাইবান্ধা:গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় আব্দুল কাফি সরকার (৫০) নামে এক সাংবাদিককে কুপিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বকশীগঞ্জ মুচির টেকানি এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুল কাফি সরকার দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়রা জানান, রাতে ধাপেরহাট থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন কাফি সরকার। তিনি বকশিগঞ্জ মুচির তেকানি এলাকায় পৌঁছলে চার থেকে পাঁচ জনের ধারালো অস্ত্রধারী একদল দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতারি কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে সাংবাদিক কাফি সরকারকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘন্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এনএইচআর