ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর বিরুদ্ধে মামলা

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে কাকুলি রানী মহন্ত (২৯) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী কল্লোলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে নিহতের বাবা চিত্তরঞ্জন বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলাটি দায়ের করেন।

 মামলায় স্বামী কল্লোল চন্দ্রসহ ৩ জনকে আসামী করা হয়েছে।

অভিযুক্ত কল্লোল চন্দ্র ওই গ্রামের শুকলু চন্দ্র মহন্তের ছেলে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে সাদু্ল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের কেশালীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও মামলার অভিযোগ থেকে জানা যায়, আড়াই বছর আগে পারিবারিকভাবে কল্লোলের সাথে কাকুলির বিয়ে হয়। পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল।

শুক্রবার রাতে বাকবিতণ্ডার একপর্যায়ে কাকুলিকে শারীরিক নির্যাতন চালায় কল্লোল। মারপিটের একপর্যায়ে নিস্তেজ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে কাকুলি। অবস্থা বেগতিক দেখে শেষ রাতের দিকে কাকুলিকে গাইবান্ধা সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় কল্লোল ও তার পরিবারের লোকজন।
কাকুলির বড় ভাই মনোরঞ্জন মহন্ত বলেন, বিয়ের পর থেকেই পারিবারিক তুচ্ছ নানা কারণে কাকুলিকে নির্যাতন করে আসছিল স্বামীসহ শ্বশুরবাড়ীর লোকজন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতভর নির্যাতনেই কাকুলিরর নির্মম মৃত্যু হয়েছে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বাংলানিউজকে জানান, নিহতের গলা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে স্বামী তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘন্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।