নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ আব্দুল মান্নান (২৮) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।
আটক মান্নান নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন চাঁনমারী এলাকার বাসিন্দা। তার বাবার নাম আজিম দুদু মিয়া।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বন্দর থানা এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা মান্নানকে আটক করা হয়েছে। তিনি কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জের বন্দর থানা ও এর আশপাশের এলাকায় বিক্রয় করতেন। মান্নানের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এসআরএস