ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বেতন না পাওয়ার অভিযোগ রেলওয়ে গেটকিপারদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
বেতন না পাওয়ার অভিযোগ রেলওয়ে গেটকিপারদের

ঢাকা: বাংলাদেশ রেলওয়ে মান-উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় কর্মরত প্রায় ১৯০০ গেটকিপার চারমাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ করেছেন। ২০১৮ সাল থেকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলেও সবসময়ই তাদের বেতন ছিল অনিয়মিত।

এ অবস্থায় দেশজুড়ে কর্মরত এই গেটকিপারদের চাকরি রাজস্বকরণসহ বকেয়া বেতনের দাবি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে মান-উন্নয়ন শীর্ষক প্রকল্পের গেটকিপার পূর্ব-পশ্চিম ঐক্য সমন্বয় পরিষদ।

রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে দাবি সম্বলিত স্বারকলিপি রেলমন্ত্রী বরাবর পেশ করতে যান সংগঠনটির নেতারা।

মানববন্ধনে অংশ নেওয়া সুজন বলেন, আমাদের ২০১৮ সালে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। সেই থেকে আমরা জনগণের জানমালের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছি। এরপরেও প্রতি ২-৩ মাসে আমাদের একমাসের বেতন দেওয়া হতো, কখনো নিয়মিত বেতন পাইনি। এর মধ্যে গত চারমাস ধরে আমাদের বেতন বন্ধ হয়ে আছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা সত্ত্বেও আমাদের চাকরি রাজজস্বকরণ করা হয়নি। যেসব আমলারা এই নির্দেশনা বাস্তবায়ন করছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা আরও বলেন, আমাদের চকরি রাজস্বকরণসহ শিগগিরই বকেয়া বেতন দিয়ে দিতে হবে। অন্যথায় সারাদেশে যার যার অবস্থান থেকে আন্দোলন চালিয়ে যাব।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।