ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদাবাজি বন্ধের আশ্বাসে সুনামগঞ্জে বাস ধর্মঘট স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
চাঁদাবাজি বন্ধের আশ্বাসে সুনামগঞ্জে বাস ধর্মঘট স্থগিত

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-ঢাকা মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার গাড়ি থামিয়ে চাঁদাবাজির অভিযোগে সুনামগঞ্জ-ঢাকা রুটের বাস ধর্মঘট আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতারা।

রোববার (১৯ সেপ্টেম্বর)  দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক নুরুল হক।

তিনি জানান, প্রশাসনের আশ্বাসে আমরা ২২ সেপ্টম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করেছি, এ সময়ের মধ্যে চাঁদাবাজি সমস্যার সমাধান না হলে ২২ সেপ্টম্বরের পর আবারও লাগাতার ধর্মঘট পালন করা হবে।

এর আগে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সিলেট বাইপাস সড়কে চাঁদাবাজি বন্ধে পুলিশের চেকপোস্ট বসানো এবং কোনোরকম হয়রানি ছাড়াই যাত্রী সেবা দিতে নজরদারি বাড়ানোর আশ্বাস দেওয়া হয়।

দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে এক জরুরি সভায় বসে প্রশাসন। সভায় পরিবহন শ্রমিক নেতারা তাদের দাবিগুলো উপস্থাপন করলে এমন সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, আমরা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের  নেতাদের সঙ্গে সভা করেছি, আমরা তাদের বলেছি দূরপাল্লার বাস চলাচলে চাঁদাবাজি বন্ধে সিলেট বাইবাস রোডে পুলিশের চেকপোস্ট বসানো হবে এবং যাত্রী পরিবহনে চালকদের যেন হয়রানির শিকার না হতে হয় সে জন্য নজরদারি বাড়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।