গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছোট ভাই আরিফুল ইসলামের লাঠির আঘাতে গুরুতর আহত বড় ভাই শহিদুল ইসলাম (৪০) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এরআগে, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে পারিবারিক কলহের জের ধরে নিজ বাড়িতে ছোটভাই আরিফুল লাঠি দিয়ে তাকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।
নিহত শহিদুল ইসলাম উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে ও হিংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সেরাজুল হক বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পারিবারিক বিষয় নিয়ে আরিফুল ইসলামের সঙ্গে তার মায়ের ঝগড়া লাগে। এসময় বড় ভাই শহিদুল ইসলাম ঝগড়া করতে আরিফুলকে নিষেধ করে। এ কারণে ক্ষিপ্ত হয়ে আরিফুল লাঠি দিয়ে শহিদুলকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বাংলানিউকে জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এনটি