ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ছবিতে খানাখন্দে ভরা চট্টগ্রামের একটি সড়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
ছবিতে খানাখন্দে ভরা চট্টগ্রামের একটি সড়ক

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর হালিশহর-পতেঙ্গা আউটার রিং-রোডের কানেক্টিং রোডটির আনন্দবাজার চৌচালা মোড় থেকে বেড়িবাঁধ পর্যন্ত ব্যস্ততম প্রায় দুই কিলোমিটার সড়কের বেহাল দশা। গত দুই বছর ধরে এ সড়কটিতে নেই কোনো সংস্কারের উদ্যোগ বলে জানিয়েছেন স্থানীয়রা।

রোববার (১৯ সেপ্টেম্বর) সরেজমিনে সড়কটি ঘুরে ছবি তুলেছেন বাংলানিউজের চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র ফটো করেসপন্ডেন্ট উজ্জ্বল ধর।

ব্যস্ততম সড়কটিতে খানাখন্দ থাকায় একটু বৃষ্টিতে ভারী যানবাহন চলাচলে বেগ পেতে হয় ছোট-বড় যানবাহন চালকদের।

ট্রাকচালক রিংকু জানান, একটু বৃষ্টি হলেই সড়কটি যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই খুব সতর্কতার সঙ্গে আমাদের গাড়ি চালাতে হয়। কর্তৃপক্ষের কাছে অনুরোধ দ্রুত সড়কটি মেরামত করে আমাদের ভোগান্তি থেকে মুক্তি দিন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।