ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

নাগেশ্বরীতে হাওয়া মেশিন বিস্ফোরণে ৫টি দোকান লন্ডভন্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
নাগেশ্বরীতে হাওয়া মেশিন বিস্ফোরণে ৫টি দোকান লন্ডভন্ড ...

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ওয়ার্কশপের ইলেক্ট্রিক হাওয়া মেশিনের বিস্ফোরণে ৫টি দোকান মালামালসহ লন্ডভন্ড হয়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপতি বাজারে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মার্কেটের খোকন ট্রেডার্স নামের একটি ওয়ার্কসপের দোকানে ইলেক্ট্রনিক হাওয়া মেশিন বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পার্শ্ববর্তী আরো ৪টি দোকানের মালামাল লন্ডভন্ড হয়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মার্কেটের মালিক মফিজুল ইসলাম ভোলা মোক্তার বাংলানিউজকে জানান, বিস্ফোরণে মার্কেটের একটি ওয়ার্কসপের দোকান, একটি দর্জি দোকান, একটি মুদি দোকান, একটি কম্পিউটার ও সিলিন্ডারের দোকানসহ মোট ৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এফইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।