ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে দুই বাসের সংঘর্ষে শিশুসহ আহত ১২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
যাত্রাবাড়ীতে দুই বাসের সংঘর্ষে শিশুসহ  আহত ১২

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকায় দুই বাসের সংঘর্ষে ১২ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে শিশুসহ বেশ কয়েকজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কুতুবখালী পকেট গেট এলাকায় লাব্বাইক ও ঠিকানা পরিবহনের দুটি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়।

ঘটনাস্থল থেকে যাত্রাবাড়ী থানারেউপ-পরিদর্শক (এসআই) মাহমুদা রহমান জানান, দুটি বাস সাইনবোর্ড থেকে ছেড়ে কুতুবখালী পকেট গেট এলাকায় আসলে একটি যাত্রীবাহী বাস আরেকটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে দুই বাসে থাকা ১০ থেকে ১২ জন জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে শিশুসহ কয়েকজন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নেওয়া শিলা আক্তার (২৫) জানান, মেয়ে তামান্নাসহ (৬) তাদের পরিবারের ১০-১২ জন সদস্য সাইনবোর্ড থেকে লাব্বাইক পরিবহনে ওঠেন। বাসটি কুতুবখালী পৌঁছালে সামনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে গাড়ির গ্লাস ভেঙে গেলে তারা জখম হন।   তবে, দুর্ঘটনার আগে চলন্ত অবস্থায় দুটি বাস প্রতিযোগিতায় লিপ্ত ছিলো। ঘটনার সময় তিনি সন্তানকে নিয়ে বাসচালকের পাশে সামনের সিটে বসা ছিলেন।

এদিকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি বাসের সংঘর্ষে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে আমরা জানতে পেরেছি। বাস দুটির  জব্দের পাশাপাশি দুই চালকও পুলিশ হেফাজতে আছে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।