ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রলার ডুবির ২৬ দিন পর মিললো স্কুল শিক্ষকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
ট্রলার ডুবির ২৬ দিন পর মিললো  স্কুল শিক্ষকের মরদেহ ২৬ দিন পর শিক্ষক আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার

ফরিদপুর: ফরিদপুরে পদ্মায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার ২৬ দিন পর শিক্ষক আলমগীর হোসেনের (৪১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর ৫ নম্বর পিলারের কাছে মাঝিরচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গত ২৫ আগস্ট বিকেলে পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হন শিক্ষক আলমগীর। তিনি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।

জানা গেছে, বিকেলে মাঝিরচর এলাকায় মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে জাজিরা নৌপুলিশ।

এদিকে, ওই শিক্ষক আলমগীর হোসেনের মরদেহ উদ্ধারের খবরে ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ ও আলমগীরের পরিবার ঘটনাস্থলে রওনা দিয়েছেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ফরিদপুর শহর থেকে গত ২৫ আগস্ট বিকেলে ট্রলার ভাড়া করে পদ্মা নদী ভ্রমণে যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ জন শিক্ষক। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে তীব্র স্রোতের কবলে পড়ে ৩ নম্বর পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। সে সময় ১২ জন শিক্ষক সাঁতরে পাড়ে উঠতে পারলেও আলমগীর ও আজমল হোসেন নামে দু’জন শিক্ষক নিখোঁজ হন। নিখোঁজ হওয়ায় সাতদিন পর মাঝিরচর এলাকায় ভাসমান অবস্থায় আজমলের মরদেহ উদ্ধার করা হয়। আর ২৬ দিন পর রোববার উদ্ধার করা হয় আলমগীরের মরদেহ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।