ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বাজারে নতুন মডেলের ভয়েস স্মার্ট টিভি এনেছে মিনিস্টার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
বাজারে নতুন মডেলের ভয়েস স্মার্ট টিভি এনেছে মিনিস্টার ...

ঢাকা: তথ্যপ্রযুক্তির এই যুগে গ্রাহকের চাহিদা অনুযায়ী নিত্য নতুন মডেলের স্মার্ট টেলিভিশন বাজারে নিয়ে এসেছে মিনিস্টার গ্রুপ। দেশের বাজারে নতুন চমক হিসেবে এসেছে মিনিস্টারের গ্লোরিয়াস ভয়েস কন্ট্রোল স্মার্ট এন্ড্রয়েড এলইডি টিভি।

যা নিয়ন্ত্রণ করা যাবে ভয়েসের মাধ্যমে।

একদিকে দেশীয় পণ্যের মান যেমন বাড়ছে, অন্যদিকে দামও তেমনি ভাবে কমছে। মাত্র ২৪ হাজার ৯০০ টাকায় পাওয়া যাচ্ছে ৩২ ইঞ্চির গ্লোরিয়াস ভয়েস কন্ট্রোল স্মার্ট এন্ড্রয়েড এলইডি টিভি। ভয়েস ছাড়াও এই টিভি নিয়ন্ত্রণ করা যাবে এন্ড্রয়েড ও আইওএস সমৃদ্ধ যেকোনো স্মার্টফোন দিয়ে। মিনিস্টারের নতুন গ্লোরিয়াস ভয়েস কন্ট্রোল স্মার্ট এন্ড্রয়েড এলইডি টিভিতে ডোলবি সিস্টেম থাকায় এটার সাউন্ড কোয়ালিটি অনেক স্পষ্ট, ব্লুটুথ এন্ড আইআর, ব্লুটুথ স্পিকার, প্রসেসর ৪ কোর, এ ৫৩ ১ গিগাহার্জ। এ টিভিতে গেমিং পারফরম্যান্স নিশ্চিত করতে ম্যালি ৪৫০ এমপি ২-এর গ্রাফিক্স যুক্ত করা হয়েছে এবং থাকছে অ্যান্ড্রয়েড ৯.০ (পাই) অপারেটিং সিস্টেম ও ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমরি।

গ্লোরিয়াস ভয়েস কন্ট্রোল স্মার্ট এন্ড্রয়েড এলইডি টিভিতে রয়েছে বজ্রপাত প্রতিবন্ধক ব্যবস্থা। যাতে ঝড়-বৃষ্টির সময় বা লোডশেডিংয়ে এ টিভি চালালে টিভির কোনো ক্ষতি হবে না।

গ্রাহকদের হাতের নাগালে দেশব্যাপী মিনিস্টারের সকল শো-রুম, ডিলার পয়েন্ট ও অনলাইনে পাওয়া যাবে এই ভয়েস কন্ট্রোল টিভি।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।