ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধর্ষণ মামলা উঠাতে গিয়ে গণপিটুনি খেলেন এপিবিএন সদস্য

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
ধর্ষণ মামলা উঠাতে গিয়ে গণপিটুনি খেলেন এপিবিএন সদস্য

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার কুদ্দুছনগর এলাকায় এক তরুণীকে (২১) ধর্ষণচেষ্টার অভিযোগে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।  

রোববার (১৯ সেপ্টেম্বর) এ ঘটনায় তরুণী বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেফতার মো. মনিরুজ্জামান (২৩) সিরাজগঞ্জের কাজিপুর থানার বিয়ারা চরপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি এখন এপিবিএন উত্তরা এলাকায় কর্মরত।  

মামলার এজাহার, ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, কোনাবাড়ী থানার কুদ্দুছনগর এলাকায় মায়ের সঙ্গে বাসা ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন ওই তরুণী। ৩ বছর আগে ওই তরুণীর সঙ্গে এপিবিএন সদস্য মনিরুজ্জামানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  

গত ফেব্রুয়ারিতে কোনাবাড়ী এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক আত্মীয়ের বাসায় ওই তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন মনিরুজ্জামান। পরে গাজীপুর আদালতে মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মনিরুজ্জামান পরবর্তী সময়ে মামলার বিষয়টি জানতে পেরে তার প্রতি ক্ষুদ্ব হন। বিভিন্ন সময় ফোনের মাধ্যমে তরুণীকে মামলা প্রত্যাহারে জন্য হুমকি দেন।  
শনিবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে মনিরুজ্জামান ওই তরুণীর বাসায় এসে মামলা তুলে নিতে ভয়ভীতি দেখান। মামলা তুলে নিতে ওই তরুণী অস্বীকৃতি জানালে মনিরুজ্জামান তার আবার ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এসে মনিরুজ্জামানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।  

খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় রোববার সকালে ওই তরুণী বাদী হয়ে কোনাবাড়ী থানায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন।  

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক কনস্টেবলকে গ্রেফতারর করে আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
আরএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।