ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান-রেজিস্ট্রারকে তলব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান-রেজিস্ট্রারকে তলব

ঢাকা: জাতীয় শোক দিবসে (১৫ আগস্ট) সরকারি ছুটির দিনে অ্যাডহক কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করায় মাদরাসা বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রারকে তলব করেছেন হাইকোর্ট।

ওই মাদ্রাসার এক অভিভাবকের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (১৯ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আগামী ২৯ সেপ্টেম্বর হাজির হয়ে এ বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

পরে আইনজীবী হুমায়ুন কবির জনান, গত ১৫ আগস্ট বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল শালিখা দাখিল মাদরাসার সভাপতি মনোনয়নসহ চার সদস্যের অ্যাডহক কমিটির অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বোর্ডের চেয়ারম্যানের পক্ষে রেজিস্ট্রার ওই প্রজ্ঞাপনে সই করেন।

ওই প্রজ্ঞাপন জারির বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৬ সেপ্টেম্বর ওই মাদ্রাসার এক শিক্ষার্থীর অভিভাবক ওমর ফারুক হাইকোর্টে রিট করেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।