লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নেপাল যাওয়ার পথে দু’জন রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কক্সবাজারের টেকনাফ এলাকায় মুন্সিপাড়া ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সেতুফা বেগম (১৮) ও আনস (২২)।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে জানান, নেপালে বসবাস করা বড় ভাইয়ের কাছে যেতে রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাটের পাটগ্রামে আসেন রোহিঙ্গা আনাস ও সেতুফা বেগম। রোববার দুপুরে দালালের মাধ্যমে দহগ্রাম সীমান্ত হয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাদের মারধর করে বাংলাদেশে ফেরত পাঠায়। পরে দহগ্রামের স্থানীয়রা ওই দু’জনকে আটক করে পাটগ্রাম থানা পুলিশে সোপর্দ করে। তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এসআরএস