ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

টি হ্যাভেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মুসার ইন্তেকাল

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
টি হ্যাভেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মুসার ইন্তেকাল

মৌলভীবাজার: শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সভাপতি এবং টি হ্যাভেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আবু সিদ্দিক মুহাম্মদ মুসা ইন্তেকাল করেছেন  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।  
আবু সিদ্দিক মুহাম্মদ মুসার মৃত্যুতে স্থানীয় অনেকেই আবেগাপ্লুত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতিচারণ করেন।

আবু সিদ্দিক মুহাম্মদ মুসা শ্রীমঙ্গলের বিভিন্ন জনকল্যাণমূলক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্ত্রী, দুই কন্যা, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

২০১৬ সালের জুলাই মাসে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ‘বছরজুড়ে দেশ ঘুরে’ অনুষ্ঠান সফল করতে আবু সিদ্দিক মুহাম্মদ মুসা বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন।  

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
বিবিবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।