মৌলভীবাজার: শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সভাপতি এবং টি হ্যাভেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আবু সিদ্দিক মুহাম্মদ মুসা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আবু সিদ্দিক মুহাম্মদ মুসার মৃত্যুতে স্থানীয় অনেকেই আবেগাপ্লুত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতিচারণ করেন।
আবু সিদ্দিক মুহাম্মদ মুসা শ্রীমঙ্গলের বিভিন্ন জনকল্যাণমূলক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্ত্রী, দুই কন্যা, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
২০১৬ সালের জুলাই মাসে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ‘বছরজুড়ে দেশ ঘুরে’ অনুষ্ঠান সফল করতে আবু সিদ্দিক মুহাম্মদ মুসা বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
বিবিবি/আরআইএস