দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিয়ের দিনেই ধর্ষণের শিকার হয়েছেন ১৮ বছর বয়েসী এক কিশোরী।
এ ঘটনায় রবিবার (১৯ সেপ্টেম্বর) ধর্ষক আব্দুর রহমান বাবলুকে (৪৫) আটক করেছে পার্বতীপুর থানা পুলিশ।
বাবলু ওই উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ বাজারপাড়ার মৃত আলিম উদ্দীনের ছেলে।
এর আগে শনিবার সকালে ধর্ষণের শিকার হন ওই কিশোরী।
ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জাহাঙ্গীর আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার রাতে ওই কিশোরীর বিয়ে সময় ধার্য ছিল। কিন্তু সকালে ওই কিশোরীকে তার বাড়ীতে রান্না করে দেওয়ার কথা বলে প্রতিবেশী আব্দুর রহমান বাবলু ডেকে নেয়। পরে কিশোরীকে ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে গ্রামের আশপাশের লোকজন এগিয়ে আসলে বাবলু পালিয়ে যায়। পরে ওই কিশোরীর পরিবার মেয়ের বিয়ে কথা চিন্তা করে বিষয়টি গোপন রাখে। কিন্তু বিষয়টি পরে জানাজানি হলে কিশোরীর পাত্র পক্ষের লোকজন বিয়ে ভেঙ্গে দেয়।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ওসি ইমাম জাফর জানান, ধর্ষণের ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। ইতোমধ্যে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
এনএইচআর