কক্সবাজার: কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ সাহিল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন সালাহ উদ্দিন (২৫) নামে আরেকজন।
নিহত সাহিল টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া মোহাম্মদ জামালের ছেলে। আহত সালাহ উদ্দিন একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, উখিয়ার ইনানী রয়েল টিউলিপ হোটেল থেকে ট্রেনিং শেষে তিন যুবক মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। মোটরসাইকেলটি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের মহেশখালীয়াপাড়া পুলিশ বক্স এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনের মধ্যে দুইজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর এপিবিএন সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০,২০২১
এসবি/এমএমজেড