ভোলা: ভোলার লালমোহন উপজেলায় আব্দুল মান্নানকে কুপিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী নুর নাহার বেগমকে আটক করেছে পুলিশ।
রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোমবার (২০ সেপ্টম্বর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে মান্নানকে হত্যার দায় স্বীকার করেছে নুর নাহার।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে আব্দুল মান্নানকে হত্যা করেছে তার স্ত্রী নুর নাহার। রোববার সন্ধ্যার পর পুলিশ উপজেলার বালুরটেক নামক এলাকা থেকে তাকে আটক করেছে। রাতেই নিহতের ভাই মোতালেব হোসেন বাদী হয়ে লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে সকাল ৬টার দিকে স্বামীকে কুপিয়ে হত্যা করে নুর নাহার।
** লালমোহনে কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
আরএ