ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিকআপ চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিকআপ চালকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পিকআপ ভ্যান ওয়াশ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক মিয়া (২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।  

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বীরউজলী এলাকায় গাড়ি ওয়াশের একটি সার্ভিসিং সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।

ফারুক বীরউজলী এলাকার আক্কাস আলীর ছেলে। তিনি পিকআপ ভ্যানচালক ছিলেন।  

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, কাপাসিয়াসহ বিভিন্ন এলাকায় পিকআপ চালাতেন ফারুক। সকালে তার পিকআপটি ওয়াশ করতে একটি সার্ভিসিং সেন্টার যান। সেখানে তিনি নিজেই মেশিন চালু করে তার পিকআপটি ওয়াশ করছিলেন। এ সময় অসাবধানতাবশত ওই মেশিনের তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১ 
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।