ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদ থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
কাপ্তাই হ্রদ থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

রাঙামাটি: অবশেষে নিখোঁজের প্রায় সাড়ে ১৭ ঘণ্টা পর সাবেক ইউপি সদস্য অমর চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই হ্রদের ভাই-বোন ছড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির নৌ ডুবুরি দলের সদস্যরা সোমবার সকালে  সাবেক এ জনপ্রতিনিধিকে উদ্ধারে অভিযানে নামে।

জানা যায়, রোববার বিকেলে রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের দুর্গম ১ নম্বর ওয়ার্ডের ভাই-বোন ছড়া এলাকায় নৌকায় নিজ বাড়িতে যাওয়ার সময় কাপ্তাই হ্রদে পড়ে সাবেক ইউপি সদস্য অমর চাকমা (৫৫) নিখোঁজ হন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন ঘটনার বলেন, নৌ-বাহিনী ডুবুরী দলের সহায়তায় পুলিশ সদস্যরা ওই এলাকায় গিয়ে নিখোঁজ অমর চাকমার মরদেহ উদ্ধার করে। পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।