ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় দোকান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
কুমিল্লায় দোকান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে দোকান থেকে মো. নাছির মিয়া (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের বাখর নগর এলাকার ধনুমিয়া মার্কেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাছির পাশের দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মো. আবদুল আউয়ালের ছেলে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, স্থানীয়রা ধনুমিয়া মার্কেটে একটি দোকানের মধ্যে মানসিক ভারসাম্যহীন নাছিরের গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোন কারণে রাতের আঁধারে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের পিতা মো. আবদুল আউয়াল বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আমরা হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছি।

এদিকে একই রাতে উপজেলায় আরও দু’ জনকে ছুরিকাঘাত করে আহত করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।