রাঙামাটি: আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধুপূর্ণিমা। এ তিথিতে বর্ষাবাসরত তথাগত গৌতম বুদ্ধকে মধু দান করেছিলেন এক বানর।
এ পূণিমাকে কেন্দ্র করে রাঙামাটির বৌদ্ধ বিহারগুলোতে স্বাস্থ্যবিধি মেনে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাঙামাটির ১০ উপজেলার বৌদ্ধ বিহারগুলোতে সকাল থেকে মধুপূর্ণিমা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে শহরের আনন্দ বিহারে সংঘ দান, অস্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, মধু দানসহ নানা দানকার্য সম্পাদন করা হয়। পূণ্যার্থীরা ভিক্ষুর কাছ থেকে পঞ্চশীল গ্রহণ করেন। এর আগে সবার সুখশান্তি কামনায় বুদ্ধ মূর্তির সামনে প্রদীপ প্রজ্জ্বলন করেন পূণ্যার্থীরা।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
আরএ