ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘু‌মি‌য়ে পড়েছিলেন চালক, যাত্রীসহ বাস খাদে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
ঘু‌মি‌য়ে পড়েছিলেন চালক, যাত্রীসহ বাস খাদে

টাঙ্গাইল: টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে যাত্রীবা‌হী বাস খা‌দে প‌ড়ে একজন নিহত হ‌য়ে‌ছেন। এতে আহত হ‌য়ে‌ছেন কমপ‌ক্ষে ১৫ জন।

আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২১ সে‌প্টেম্বর) ভো‌রে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার নারা‌ন্দিয়া ইউ‌নিয়‌নের যদুরপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।
 
নিহত ছা‌য়েদ আলী খান (৬০) নওগাঁ জেলার পোরশা উপ‌জেলার কোচপুর গ্রা‌মের মৃত নুর মোহাম্ম‌দের ছে‌লে।

‌নিহ‌তের ভা‌তিজা বাসযাত্রী আমিনুল ইসলাম ব‌লেন, চাচাসহ তিনজন ঢাকা যাওয়ার জন‌্য রা‌তে নওগাঁ থে‌কে রওনা হ‌য়ে‌ছিল। বাস‌টি বঙ্গবন্ধু সেতু পাড় হ‌য়ে মহাসড়ক দি‌য়ে না গি‌য়ে ভুঞাপুর হ‌য়ে ঢাকার দি‌কে যা‌চ্ছিল। গা‌ড়ি ঠিকভা‌বে চালা‌তে চালক‌কে বারবার সতর্ক করা হ‌য়ে‌ছিল। প‌রে বাস‌টি সড়‌কের বাক ঘুর‌তে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দের পা‌নি‌তে প‌রে যায়।

বাসযাত্রীরা জানান, চালক ঘুমিয়ে বাস চালা‌চ্ছি‌লেন। বারবার সতর্ক করার পরও দুর্ঘটনা ঘট‌লো। দুর্ঘটনার পর চালক, সুপারভাইজার ও হেলপার পলাতক বলে জানান তারা।

টাঙ্গাইল ফায়ার সা‌র্ভিসের উপ-সহকা‌রী প‌রিচালক মো. আলাউ‌দ্দিন বাংলানিউজকে বলেন,  খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পৌঁছে বা‌সে থাকা একজ‌নের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। বাস‌টি সড়‌কের বাক ঘুর‌তেই নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দের পা‌নি‌তে প‌ড়ে যায়।

বাংলাদেশ সময় ১০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad