বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ডোবা থেকে হুমায়ুন (৩৫) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন হুমায়ুন। মঙ্গলবার সকালে তার বাড়ির পাশের একটি ডোবায় বস্তাবন্দি কিছু চোখে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করলে স্থানীয়রা হুমায়ুনের মরদেহ বলে জানায়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
কেইউএ/আরবি