নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে সিরাজ মিয়া (৪৫) ও সোহেল মোল্লা (২৫) নামে দুই চাঁদাবাজকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ১১)।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান।
এতে জানানো হয়, ২০ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড় সাকিনস্থ দক্ষিণ সানারপাড় এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান চালায় র্যাব। এ সময় তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৪ হাজার ৩শ’ টাকা উদ্ধার করা হয়।
মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
জেডএ