কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার ২ আরোহী নিহত হয়েছেন। এতে চালকসহ আরও তিনজন আহত হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার রসুলপুর এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, বাস্তা ইউনিয়নের আব্দুর রশিদ এর স্ত্রী হামিদা বেগম (৫৫) ও একই গ্রামের সোহেল মিয়ার মেয়ে সুমাইয়া (১৫)।
জানা যায়, রুহিতপুর থেকে ছেড়ে আসা গুলিস্তানগামী দিশারী পরিবহনের একটি বাস রসুলপুর ব্রিজের ওপর দ্রুতগতিতে এসে একটি সিএনজি চালত অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিক্শায় থাকা চার আরোহী ও ড্রাইভার গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মালঞ্চ হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মিয়া জানান, এ ঘটনায় দিশারী পরিবহনের বাসটি জব্দ ও এর চালক মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে। নিহত দুজনের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং বাকিদের মালঞ্চ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
এনএইচআর