ঢাকা: আসন্ন সৌর ব্যতিচার (সান আউটেজ) এর কারণে ২৯ সেপ্টেম্বর থেকে ০৬ অক্টোবর পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এ তথ্য জানায়।
বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম জানান, থ্যালাস প্রদত্ত ফ্লাইট ডায়নামিকস সফটওয়্যার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সৌর ব্যতিচারের কারণে ২৯ সেপ্টেম্বর থেকে ০৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ ৫ থেকে ১৫ সেকেন্ড বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
প্রাকৃতিক কারণে ঘটিত এই সাময়িক বিঘ্নের জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পান লিমিটেড (বিএসসিএল) দুঃখ প্রকাশ করছে।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বর্তমানে দেশের টিভি চ্যানেল এবং একটি ব্যাংকের এটিএম সেবা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
এমআইএইচ/এসআইএস