ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত: ৭ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত: ৭ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক 

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর তিস্তারগেট এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে উদ্ধার কর্মীরা লাইনচ্যুত বগিগুলো লাইনে তুলে ট্রেনটি সরিয়ে নিলে প্রায় সাত ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওই মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।  

বিমানবন্দর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান বাংলানিউজকে জানান, মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর ঢাকা থেকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় প্রায় সাত ঘণ্টার চেষ্টার পর লাইনচ্যুত হওয়া বগিগুলো লাইনে তুলে ট্রেনটি সরিয়ে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।  

এর আগে চট্টগ্রাম থেকে একটি মালবাহী ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এক পর্যায়ে টঙ্গীর তিস্তার গেট এলাকায় পৌঁছালে মালবাহী ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে সব ট্রেন চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা ছিল।  

এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ সেপ্টেম্বর ২১, ২০২১ 
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।