ঢাকা: রাজধানীর ডেমরা আমুলিয়া এলাকায় কাশবনের ভেতর থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে খবর আমুলিয়া এলাকার এক নার্সারির পশ্চিম পাশে কাশবন থেকে হাত-পা বাঁধা ও গলায় রশি পেঁচানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, সকালে নার্সারিতে লোকজন কাজ করতে গিয়ে ওই কাশবনে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ওই কর্মকর্তা আরো জানান, নিহতের পরনে জিনস প্যান্ট টি-শাট। ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে কাশবনের ভেতরে ফেলে রেখেছে। মরদেহ শনাক্তের জন্য সিআইডি ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
এজেডএস/এএটি