নাটোর: নাটোরের লালপুর থেকে অস্ত্রধারী ছয় জলদস্যুকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এর সদস্যরা।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে তাদের উপজেলার ইলিশামাড়ি পদ্মার পাড় এলাকা থেকে আটক করা হয়।
আটকরা হলেন- লালপুর উপজেলার বিলমাড়ীয়া নাগশোষা গ্রামের আনিসুর রহমান (২৪), মো. রুবেল (৩৩), মো. রিন্টু শেখ (৩৫), সবুজ প্রামানিক (৩০), সজল উদ্দিন (২৯) ও রুবেল মন্ডল (২৭)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিনগত রাতে র্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরীর নেতৃত্বে র্যাবের একটি দল লালপুর উপজেলার ইলিশামাড়ি পদ্মার পাড় এলাকায় অভিযান চালায়। এ সময় ওই দস্যুদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ৩টি হাসুয়া, ৭টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড ও ৩টি মেমোরি কার্ড জব্দ করা হয়।
র্যাব-৫, নাটোর ক্যাম্প কোম্পানী অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটকরা দীর্ঘদিন ধরে পদ্মা নদীসহ তীরবর্তী এলাকায় ছিনতাইসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা রুজু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১।
জেডএ