খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ রঞ্জিত বাবু (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রঞ্জিত রামগড় উপজেলার শিশির মহাজনের ছেলে।
আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি দেশীয় এলজি, ১টি এ্যামোনেশন, সেনা বিরোধী পোস্টার উদ্ধার করা হয়। পরে তাকে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
গুইমারা থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
এডি/জেডএ