লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ডোবার পানিতে ডুবে জুঁই আক্তার (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিংগিমারী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সিংগিমারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বাংলানিউজকে জানান, সকালের দিকে খেলা করার সময় সবার অজান্তে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায় জুঁই। পরে ডোবা থেকে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুঁইকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
এসআরএস