কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জে অ্যাম্বুলেন্সে পাচারকালে সাড়ে ৩১ কেজি গাঁজাসহ ২ মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকরা হলেন- মো. হাবিবুর রহমান লিটন (৪৩) ও মো. জাহাঙ্গীর আলম (৩৩)।
র্যাব-১০, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর ওবায়েদুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে র্যাবের একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অ্যাম্বুলেন্সে করে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করে এবং অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। পরে ওই মাদকবিক্রেতাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
আরএ