ঢাকা: মাদক বিরোধী অভিযানে চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫০জন মাদকসেবী ও বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, অভিযানে আটকদের কাছ থেকে ১৬৭৯ পিস ইয়াবা, ১৫৮ গ্রাম ৫৫ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৩১০ গ্রাম গাঁজা ও ১২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এমএমআই/জেডএ