নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালাপাহাড়িয়ার হাজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৃত আনছর আলীর ছেলে কাজম আলী (৬৫) ও তার স্ত্রী জমেলা।
জানা গেছে, নতুন ঘরের ফ্লোরে পানি দিতে বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে তারা বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আশেপাশের লোকজন এসে বিদ্যুতের সুইচ অফ করে তাদেরকে উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান মোল্লা ঘটনা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এনএইচআর