চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: তোসলিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কানসাট ইউনিয়নের কাইঠাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আব্বাসবাজারের নিজ বাড়িতে দুপুর তোসলিম ফ্যানের লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। এ সময় আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এনএইচআর