ভোলা: ভোলায় ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজলোর জোড়খাল মৎস্য আড়ৎ থেকে তাদের আটক করা হয়।
আকটরা হলেন- লিটন (৩১), নুরুল (৩২), ইউসুফ (২৮), আমজাদ (৩০), সিহাব (৩১), জাকির সর্দার (৩০)। তাদের বাড়ি ইলিশা, রাজাপুৃর ও বাপ্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
জুয়া আইনে মামলা দায়েরর পর বুধবার (২২ সেপ্টম্বর) দুপুরের পর তাদের আদালতে পাঠায় পুলিশ।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আনিছুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাজাপুর ইউনিয়নের জোড়খাল এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় জুয়ার কোর্ট থেকে ৬ জুয়াড়িকে আটক করা হয়। বুধবার তাদের আদালতে পাঠনো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এনটি