গাজীপুর: গাজীপুরে টঙ্গীর মিলগেট এলাকার এক স্টিল কারখানায় তরল লোহা ছিটে পাঁচ শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে মিলগেট এলাকায় এস.এস স্টিল কারখানায় এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ শ্রমিকরা হলেন- মুনতাসির (৩২), বিল্লাল হোসেন (৩০), সাগর (৩৫), সোহেল (৪০) ও আসাদুল (৪০)। তারা সবাই এসএস স্টিল কারখানার শ্রমিক।
টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জানান, টঙ্গী মিলগেট এলাকায় এস.এস স্টিল কারখানায় কাজ করছিল অগ্নিদগ্ধরা। লোহা গলানোর জন্য চুম্বকের সাহায্যে লোহা আগুনের চুল্লিতে ফেলা হয়। এসময় আগুনের ফুলকি ছিটে এসে তাদের শরীরে পড়লে পাঁচজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
আরএস/এনএইচআর