ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে যুবককে হত্যা চেষ্টা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
ধামরাইয়ে যুবককে হত্যা চেষ্টা

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দেশীয় অস্ত্রের আঘাতে মো. সাইদুর রহমান (৩১) নামে এক যুবককে মারধর করে মাথা ফাটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে দুপুরে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী যুবকের বড় ভাই জিয়াউর রহমান।

ভুক্তভোগী মো. সাইদুর রহমান ধামরাইয়ের কালামপুরের আব্দুর রবের ছেলে ও জিয়াউর রহমানের ছোটো ভাই।

অভিযুক্তরা হলেন- ধামরাইয়ের বাটুলিয়া গ্রামের মৃত শামসুলের ছেলে মো. মামুন (৪০), জয় (৩০), মো. আনোয়ার হোসেন (৫৫), এরশাদ (৩৫), বাবুল (৪৫), তোতা (৩২), জনি (২২), তারেক (৩৫), অমিয় (২০) ও সাগর (৩০)।

অভিযোগ সূত্রে জানা যায়, জিয়াউর রহমানের পৈত্রিক সূত্রে পাওয়া ২০ শতাংশ জমি রয়েছে কালামপুরে। যে জমি গত ৭৫ বছর ধরে ভোগ দখল করে আসচ্ছে তারা। এ অবস্থায় সকালে হঠাৎ মামুন এই জমির মালিক দাবি করে বাকি অভিযুক্তদের নিয়ে দেশীয় অস্ত্রসহ জমিতে প্রবেশ করে মাটি ফেলতে থাকে। বিষয়টি আমার ছোটোভাই সাইদুর রহমান বাধা দিলে তাকে দেশীয় অস্ত্র দ্বারা মারধর করে হত্যার উদ্দেশে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এছাড়া ফরিদ উদ্দিন নামে আরেকজনকে লোহার রড দিয়ে পেটানো হয়। পরে তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমি ডিউটি আছি। এখনো থানার দিকে যায়নি। অভিযোগের তদন্তভার আমার কাছে এলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।