চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ (৭৫) নিহত হয়েছেন।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আলমডাঙ্গা রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, বিকেলে চিলহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় বৃদ্ধের।
ট্রেন স্টেশনে প্রবেশের আগেই অজ্ঞাত ওই বৃদ্ধ আলমডাঙ্গা স্টেশনের রেললাইনের উপর দিয়ে হাটছিলেন। এসময় রূপসা ট্রেন আলমডাঙ্গা স্টেশনে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে মরা যান ওই বৃদ্ধ।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, ট্রেনে কাটা পড়ে নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এনএইচআর