ঢাকা: রাজধানীর ওয়ারীতে ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
অসুস্থ্য অবস্থায় শিশুটিকে বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার জানান, শিশুটির পরিবার ওয়ারীতে একটি বাসায় ভাড়া থাকে। মঙ্গলবার সন্ধ্যায় বাসার সামনে আরেক শিশুর সঙ্গে খেলা করছিল সে। তখন অজ্ঞাতনামা এক ব্যক্তি খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে পাশের একটি বাড়ির ৪ তলায় নিয়ে যায়। সেখানে সিঁড়িতে শিশুটিকে ধর্ষণ করে ওই ব্যক্তি।
এই পুলিশ কর্মকর্তা আরো জানান, এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি টিম গঠন করে ঘটনাটির তদন্ত করা হচ্ছে। খুব দ্রুতই আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এজেডএস/কেএআর