হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর ও হাড়িয়া গ্রামে পৃথক ঘটনায় তারা মারা গেছে।
ওই দুই শিশু হলেন- হাড়িয়া গ্রামের ফয়সল মিয়ার ছেলে হাসান মিয়া (৮) ও মীরনগর গ্রামের ইউনুছ মিয়ার মেয়ে মরীয়ম আক্তার (২)।
স্থানীয়রা জানান, শিশু হাসান মিয়া শারীরিক প্রতিবন্ধী। বুধবার দুপুরে খেলাধুলা করার সময় বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে সে ডুবে যায়। কিছুক্ষণ পর তার দেহ পানিতে ভেসে ওঠে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করলে স্থানীয় এক চিকিৎসক ছেলেটিকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, পরিবারের অগোচরে পার্শ্ববর্তী জলাশয়ে পড়ে মৃত্যু হয় মিরনগর গ্রামের দুই বছরের শিশু মরিয়মেরও। বুধবার বিকেলে দুইজনের দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বাংলানিউজকে ঘটনা দুইটির সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এনটি