ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

এবার কিউকমের অফিস বন্ধ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এবার কিউকমের অফিস বন্ধ ঘোষণা

ঢাকা: ইভ্যালি, ইঅরেঞ্জের পর আরেক ইকর্মাস সাইট কিউকমের অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাতে ফেসবুক লাইভে এসে অফিস বন্ধ রাখার পাশাপাশি বাসা থেকে কাজ করার ঘোষণা দেন কিউকমের প্রতিষ্ঠাতা রিপন মিয়া ও সাবেক আরজে নিরব।


 
এসময় তাদের বাসায় ভিড় না করার জন্য গ্রাহকদের অনুরোধ জানিয়েছেন তারা।
 
অফিস বন্ধ রেখে বাসা থেকে কাজ করার কারণ হিসেবে রিপন মিয়া বলেন, ওয়্যারহাউজে গিয়ে যদি রাজনৈতিক ক্ষমতা দেখায়, তাহলে আমরা কই যাবো। আপনারা ওয়্যারহাউজে, বাসার নিচে আসবেন হানা দেবেন। আমার ওয়াইফকে নিয়ে ট্যাগ করে। তাহলে আমরা কোথায় যাবো।
 
রিপন মিয়া বলেন, আমরা মদ, হেরোইন বিক্রি করছি না, আপনাদেরকেই সেবা দিচ্ছি। তাহলে আমাদের সঙ্গে এমন করছেন কেন।
 
এদিকে সময়মত পণ্য দিতে না পারা ও গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দেশের আলোচিত ইকর্মাস সাইট ইভ্যালি ও ইঅরেঞ্জের মালিকরা এখন জেলে।
 
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এসই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।