ঢাকা: জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নাম ব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে প্রতারকচক্র। এ বিষয়ে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এক বার্তায় সবাইকে সতর্ক করেছে দূতাবাস।
বার্তায় উল্লেখ করা হয়, সোশ্যাল মিডিয়া আইএমও অ্যাপ্লিকেশন ব্যবহার করে টোকিওর বাংলাদেশ দূতাবাসের নামে ‘বিশ্ব দূতাবাস’ নামের আইডি থেকে করোনা সম্পর্কিত অপ্রাসঙ্গিক তথ্য আদান-প্রদানের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে একটি চক্র অনেককে প্রতারিত করেছে বলে দূতাবাস জানতে পেরেছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, টোকিওর বাংলাদেশ দূতাবাস যোগাযোগের মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়া আইএমও অ্যাপ্লিকেশন ব্যবহার করে না। একই সঙ্গে দূতাবাসের 'বিশ্ব দূতাবাস' নামে কোনো আইডিও নেই। প্রতারকচক্র দূতাবাসের নাম ব্যবহার করে ভবিষ্যতে নতুন কোনো প্রযুক্তি-কৌশল অপব্যবহার করলে সতর্কতা অবলম্বল করাসহ দূতাবাসকে অবগত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
টিআর/এমএমজেড