ঢাকা: রাজধানীর গুলশান লেক পারাপারের সময় কয়েকজন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধারের চেষ্টা করছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে গুলশান-১ ও ২ নম্বরের মাঝামাঝি লেকের অংশে কয়েকজন যাত্রীসহ নৌকাটি ডুবে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার শাফায়াত বলেন, নৌকায় করে বেশ কয়েকজন কড়াইল বস্তির দিকে যাচ্ছিলেন। লেকের মাঝামাঝি হঠাৎ করেই নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নৌকার মাঝিকে জীবিত উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, নৌকায় সাত-আটজন যাত্রী ছিল, সবাই সাতার কেটে উঠে গেছেন। তবুও আমাদের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
পিএম/এসআই