বগুড়া: বগুড়ায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মো. বকুল ইসলাম বাদশা (২২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে বগুড়া র্যাব-১২ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক বকুল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর এলাকার মো. জহর আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে জেলার আদমদীঘি উপজেলার পশ্চিম বাজার এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা, মোবাইল এবং নগদ টাকা জব্দ করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন বাংলানিউজকে জানান, আটক মাদক বিক্রেতা দীর্ঘদিন ধরে গাঁজাসহ অন্যান্য মাদক দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তাকে বগুড়া আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হাবে।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
জেডএ